এক মুসাফির পথ চলাকালে দেখতে
পেলেন, এক কুকুর মুমূর্ষ অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর তার মালিক
কাছেই বসে কাঁদছেন। মুসাফির মালিককে জিঙ্গেস করলেন, আপনি কাদছেন কেন? মালিক
বললেন, ‘এই কুকুরটি আমার খুবই প্রিয়। সে মারা যাচ্ছে দেখে আমে কাঁদছি।’
মুসাফির বললেন, ‘কী কারণে সে মারা যাচ্ছে? মালিক বললেন, ‘ক্ষুদার
যন্ত্রণায়।’ তখন মুসাফির পাশেই রুটির প্লেট দেখে প্রশ্ন করলেন, ‘আপনার
নিকটতো রুটি আছে। তাকে খেতে দিলেই তো সে বেঁচে যায়! ‘তখন মালিক উত্তর
দিলেন, ‘এ রুটি টাকা দিয়ে কিনতে হয়েছে। কিন্তু কাঁদতে তো টাকা খরচ হয় না। তাই কাঁদছি।’
শিক্ষাঃ অনেক লোক নিজেদেরকে আশেকে রাসূল দাবী করে। অথচ রাসূলের আদর্শ
গ্রহন করে না। তারা আশেকে রসূল দাবী করেও দেদারসে অন্যায় কাজ করে যাচ্ছে।
কৃতঙ্গতায়ঃ সাইফ মাহমুদ কিনানসম্পাদনায়: R.Hossain