রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

আদা বা চুইং জিনজারের উপকারিতা...

আদা খুবই পরিচিত মসলা। দেহের বিভিন্ন সমস্যা দূর করতে আদা খুবই কার্যকরী। যেমন-

বমি ভাব দূর করতে : শুকনো আদা মুখে রেখে চুষে খেলে বমি ভাব দূর হয়।
ক্ষুদা মন্দায় : খাওয়ার পূর্বে অথবা খাওয়ার সময় লবণ মিশিয়ে অল্প পরিমাণ আদা চিবিয়ে খেলে খাওয়ার রুচি আসে।

পেট ফাঁপা বা বদ হজমে : আদা একটু লবণসহ খাওয়ার পূর্বে খেলে পেট ফাঁপা ভালো হয়ে যায়। আদার রসের সঙ্গে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে খেলেও বদ হজমের সমস্যায় উপকার পাওয়া যায়।

সর্দি নিরাময়ে : কাঁচা আদার রসের সাথে কাঁচা হলুদের রস আধা চা চামচ এবং পরিমাণমতো মধু মিশিয়ে খেলে তরল সর্দিসহ জ্বরভাব কমে যায়। 

লিখক: কামরুন্নাহার তাপসী।
সম্পাদনায়- R.Hossain