বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

হিসাবের গ্যাড়াকলে

এক মুদি দোকানী গড় অংক ভাল করে রপ্ত করেছিলো। সে একবার স্ত্রী-পুত্রকে নিয়ে মহিষের গাড়ীতে করে সফরে রওয়ানা হলো। যেতে যেতে সামনে নদী পড়লো। দোকানী ভাবতে লাগলো, এখন কী করা যায়? সে পানিতে নেমে দেখলো, পানি কোথাও কোমার পর্যন্ত কোথাও হাঁটু পর্যন্ত। আবার কোথাও ডুবে যাওয়ার মতো পানি রয়েছে। সে তখন ভাবলো, গড়পড়তা হিসাব কষা দরকার। তাই কাগজ-কলম নিয়ে হিসাব করতে বসে গেলো। সে হিসাব করে দেখলো, গড়ে কোমর সমান পানি হয়। তখন সে এতে গাড়ী ডুববে না ভেবে খুশী হয়ে গেল এবং গাড়ী নিয়ে পানিতে নেমে পড়লো। কিন্তু গাড়ী মাঝ নদীতে গিয়েই ডুবে গেলো। তখন দোকানী সাতরিয়ে কোন মতে তীরে উঠল।কিন্তু ততক্ষণে স্ত্রী-পুত্র নাকানি- চুবানী খেয়ে যায় যায় অবস্থা। তখন দোকানী চিৎকার জুড়েদিলো। এতে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করলো। অতঃপর তারা ঘটনার আদ্যোপান্ত শুনে দোকানীকে ভর্ৎসনা করতে লাগল।
শিক্ষাঃ কাগজ-কলম দিয়েই সবকিছু সমাধান করা যায় না। বুদ্ধি দিয়ে বাস্তবতা উপলব্ধি করারও প্রয়োজন হয়। এভাবে সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়।
আরো জানতে:
লিখক: সাইফ মাহমুদ কিনান।
সম্পাদনায়: R.Hossain
www.fb.com/robiulbd24