* ‘রাকুন’ নামক স্তন্যপায়ী
প্রাণী পানিতে ধুয়ে খাবার খায়।
* ‘ক্যামেলিউন’ নামক প্রাণী
একচোখ সামনের দিকে ও অন্যচোখ পিছনের দিকে চেয়ে হাটতে পারে।
* ‘ডলস পরপয়েজ’ নামক জন্তু
কখনোই ঘুমায় না।
* জিরাফের গলায় ‘ভোকাল কর্ড’
নেই বলে এরা কোন শব্দ করতে পারে না।
* ‘চাতক পাখি’ কখনো ভূ-ভাগের
পানি পান করে না। এরা সরাসরি আকাশ হতে বৃষ্টির পানি পান করে।
* সবচেয়ে বেশী
অনুভূতিসম্পন্ন প্রাণী ‘পেঙ্গুইন’।
* ‘ক্যাঙ্গারু র্যাট’ কখনো
পানি পান করে না।
* ‘বিচ্ছু’র পায়ের সংখ্যা
200টি।
* একটি মৌমাছি’র চোখের
সংখ্যা 5টি।
* ‘বিভার’ নামক প্রাণী দাঁত
দিয়ে আস্ত বড় গাছ কেটে ফেলতে পারে।
* ‘বাটারওর্ট’ নামক প্রাণী
গাছ ভক্ষণ করে।
লিখক- ফারিহা বিনতে শাহাদাত,
নোয়াখালী।
সম্পাদনায়-R.Hossain