সোমবার, ১৬ মে, ২০১৬

বই ও আসবাবপত্রের যত্ন নিন:



চলছে ঋতুবদলের পালা। আবহাওয়ায়ও দেখা যাচ্ছে পরিবর্তন। এ সময়টায় ঘরের বইপত্র ও আসবাবের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। নিম্নে এ সম্পর্কে করণীয় বিষয়ে কিছু জরুরী পরামর্শ তুলে ধরলাম ।
বইয়ের যত্নে করণীয় :




এ সময়ের বাতাসে আর্দ্রতা বেশী থাকে । এ সময় সঠিকভাবে যত্ন না নিলে দেখা যায় , বই নষ্ট হয়ে গেছে । আর পুরোটা বই হলে তো কথাই নেই।তাই এ সময়ে বইয়ের যত্ন সম্পর্কে কিছু জরুরী পরামর্শ তুলে ধরলাম।
১। বই সব সময় পানি থেকে দূরে রাখুন । যাতে কোনভাবে বৃষ্টি নাগাল না পায়। শুষ্ক স্থানে বই ভালো থাকে।
২। বইয়ের ওপর ধুলা জমতে দেবেন না। তা বইয়ের স্থায়িত্ব নষ্ট করে দেয়। তাই শুকনো ও নরম কাপড় দিয়ে বই নিয়মিত মূছুন।  
৩। খাড়াভাবে বই রাখুন । চাপাচাপি করে রাখলে বই নষ্ট হয়ে যায়। আবার খাড়াভাবে রাখলে সময়ে মতো বই নেয়া-পড়ায়ও সুবিধা হয়।
৪। পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় সে জন্যে বইয়ের ভেতর ন্যাপথলিন রাখুন। তাতেও কাজ না হলে রোদে শুকিয়ে বইয়ের ভেতর ঝিলিক পাউডার রেখে দিতে পারেন। তবে কড়া রোদে বই রাখা উচিত নয়।
৫। স্যাঁতসেঁতে ও ভেজা জায়গায় বই রাখবেন না। এতে বইয়ের পাতা ড্যমেজ হয়ে যেতে পারে। তাই পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে এমন নিড়িবিলি ও পরিষ্কার স্থানে বই রাখুন।
৬। ১৫ দিন অন্তর বইয়ের সেলফ পরিষ্কার করুন। তা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। 
৭। দুর্লভ বইগুলো লেমিনেট বা বাঁদাই করে রাখতে পারেন। এতে নষ্ট হওয়ার ভয় কমবে এবং সুরক্ষিত খাকবে।
৮। নিউজপ্রিন্ট কাগজ পানি বেশি শোষণ করে। তাই এ কাগজের বইগুলোর দিকে আলাদা যত্ন নিন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কোনো কিছু  ভালো রাখার মূল কথা। তাই বই বা আসবাবপত্রের যাই হোক না কেন, তা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে সঠিক ভাবে যত্ন করূন, যেন তা সবসময় ভাল থাকে ।
আসবাবপত্রের যত্ন:
বইয়ের মতো ঘরের অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র ভালো রাখার ব্যাপারও ব্যবস্থা নিতে হবে।