রবিবার, ১৫ মার্চ, ২০১৫

গরমে সাদা পোশাক আরামদায়ক..

গরমের দিনে সাদা কাপড় ও শীতের দিনে রঙ্গীন কাপড় ব্যবহার করা আরামদায়ক। কারণ, রঙ্গীন কাপড়ের তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি। রঙ্গীন কাপড় শীতের দিনে অধিক পরিমাণে সূর্য হতে বিকীর্ণ তাপ শোষণ করে শরীরে সরবরাহ করে।
তাই শীতের দিনে রঙ্গীন কাপড় পরলে শরীর গরম থাকে। 

পক্ষান্তরে সাদা কাপড়ে সূর্য থেকে বিকীর্ণ তাপের অধিকাংশই বাধা যায়। এতে কাপড়ের তাপমাত্রা বেশি বাড়ে না। অর্থা কাপড় তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। তাই গরেমের দিনে সাদা কাপড় পরিধান করলে শরীরে গরম কম লাগে এবং আরামপ্রদ হয়। 


* মো: ফাইজুল ইসলাম।
 
সম্পাদনায়- R.Hossain