সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

সমুদ্রের স্তন্যপায়ী মাছ..





বড় হলে ছানারা পেট থেকে বের হয়ে আসে ঠিকই তবে সবসময় আবার তারা বের হয় না। তারা মায়ের পেট থেকে বের হবার জন্য শীতকাল পর্যন্ত অপেক্ষা করে। পানি যখন অনেক শীতল হয়ে বরফের কাছাকাছি আসে তখনই কেবল পোনাগুলো বের হয়ে আসে। বড় এলপাউট মাছ সর্বোচ্চ ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আর ওজন হয় ৫ কেজিরও বেশি। এই মাছ বাস করে সমুদ্রের কিনারায় পাথরের তলায়। পাথরের গায়ে লেগে থাকা বিভিন্ন শৈবাল এবং অন্যান্য জলজ উদ্ভিদ এই মাছগুলোর প্রধান খাবার।



এলপাউট মাছেরা কিন্তু পানি ছাড়াও বেঁচে থাকতে পারে। পাথরের নীচে কোনো স্যাঁতসেঁতে স্থান বা সমুদ্রের কোনো আগাছার নীচেও চুপটি করে বসে থাকতে পারে। মাঝে মাঝে পানিতে থাকতে ভালো না লাগলেই হয়েছে। সঙ্গে সঙ্গে তারা বের হয়ে আসে পানি ছেড়ে। তাই বলে কি তাদের কোনো সমস্যা হয়? হয় না। কেন বল তো? কারণ তারাও তো স্থলচর প্রাণীদের মতোই মায়ের দুধ খেয়ে বড় হয়। দেখতে ইচ্ছে করছে এই মাছগুলোকে? তাহলে তো তোমাকে যেতে হবে সেই ইউরোপে। আজকে নাহয় এর গল্প শুনে আর সঙ্গের ছবি দেখেই আশ মেটাও। পরে কখনো সময় সুযোগ হলে সামনাসামনি দেখে এসো এলপাউট মাছের ছানাদের।

লেখকঃ মোঃ মিন্টু হোসেন
সম্পাদনায়ঃ R.Hossain