রবিবার, ২২ জুন, ২০১৪

কালো তাজমহল, মসলিয়াম এবং ভালোবাসা ।। Black Taj, Mausoleum & Love

 

 তাজমহলের পেছনে গিয়েছেন কখনো? তাজমহলের পেছনে দাঁড়িয়ে যমুনার দিকে তাকালে মনে হবে তাজমহল নির্মান অসম্পূর্ন। কোথায় যেন কি নেই। তাজমহলের পেছনে দাড়ালে যমুনা কিংবা আগ্রা ফোর্ট কে অসাধারন দেখায়। পানি, পাথর, সবুজের সন্মিলনে অসাধারন। আগ্রা ফোর্টের যে জায়গায় বসে শাজাহান নির্মিশেষে মমতাজের সমাধির দিকে তাকিয়ে থাকত তাজমহলের পেছন থেকে সে জায়গা পরিস্কার দেখা যায়।


ভরন্ত পূর্নিমা রাতে শাজাহান আগ্রা ফোর্টের জানালায় বসে তাজমহলের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলত আর শায়রী রচনা করত।
তাজমহলের পেছনে দাড়ালে আপনার একটা অবর্জাভেশান টাওয়ার চোখে পড়বে ওটিই আসলে কালো তাজমহলের বেইস। শাজাহানের ইচ্ছে ছিল সাদা তাজমহলের মত যমুনার অপর পারে আর একটা কালো পাথরের তাজমহল বানাবে যেখানে সে চির নিদ্রায় শায়িত হবে। এই দুই তাজমহলের মাঝে একটা সেতু থাকবে যেটা দুই তাজমহল কে এক করে রাখবে।

ঐতিহাসিকরা বলেন, "Black Taj Mahal exist as soul without body"। কালো তাজমহলের আত্মা আছে কিন্তু দেহ নাই। সত্যিই তাই কালো তাজমহল ইতিহাসে আছে কিন্তু বাস্তবে নাই। যে জায়গায় সম্রাট কালো তাজমহল তৈরী করতে চেয়েছিল সে জায়গায় এখনো স্তুপীকৃত কালো পাথর পড়ে আছে অরক্ষিত অবস্থায় অনাদরে অবহেলায়।

এই কালো তাজমহলের ব্যাপারটা অনেক ঐতিহাসিক মিথ হিসাবে দেখেন। কেউ কেউ স্বীকার করেন কেউ করেন না। "জিন ব্যাপ্টিষ্ট ট্যাভারিয়ান" নামক একজন ইউরোপিয়ান সর্ব প্রথম তাজমহল দেখতে যান ১৬৬৫ সালে তার বর্ননায় কিন্তু ব্ল্যাক তাজমহল এর বর্ননা আছে। তিনি তাজমহলের অপরদিকে যমুনার পাড়ে কালো মার্বেল পাথরের স্তুপ দেখেছেন।

কিন্তু কালো তাজমহল গড়ার স্বপ্ন শাজাহানের আর বাস্তবে রূপ নেইনি, কারন তার ছেলে আওরঙ্গজেব। শাজাহান আওরঙ্গজেব কর্তৃক বন্দী হবার পর পুত্র আওরঙ্গজেবের কাছে পিতা শাজাহানের এই ইচ্ছা বাড়াবাড়ি মনে হওয়ায় কালো তাজমহল আর কোন দিন বস্তবতার মুখ দেখেনি। সম্রট শাজাহান কে সাদা তাজমহলে কবর দেয়া হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে খেয়াল করে দেখুন মমতাজের কবর কেন্দ্রে আর শাজাহানের সমাধিটি এক পাশে। এটাই প্রমান করে শাজাহান চাননি তার কবর এখানে দেয়া হোক।

এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি অনেকেই বলেন পৃথিবীর শ্রেষ্টতম ভালোবাসার নিদর্শন তাজমহল। কথাটা ভীষন রোমান্টিক। শুনতেও ভালো লাগে। পুরুষদের নাকি শেখ উচিত কিভাবে স্ত্রীকে ভালোবাসা যায় তা তাজমহলে অন্তত একবার এসে দেখে যেতে। বাস্তবতা কিন্তু সম্পূর্ন ভিন্ন।
শাজাহান মমতাজ কে ভালোবাসত কোন সন্দেহ নাই। কিন্তু শাজাহান এর মমতাজের মত বউ থাকার পরও সুন্দরী নারী দেখলেই তাকে বিয়ে করে অথবা রক্ষিতা হিসাবে ঘরে নিতেন। মমতাজ আবার এ ব্যাপারে ছিলেন ভীষন উদার। শাজাহানের শেষ জীবনের রাষ্ট্রনীতি উনি পরিচালনা করলেও অনেক বিধি নিষেধ আরোপ করলেও শাজাহানের এই পর নারী গমন কে উনি কখনো বাধা দেন নি।
মমতাজের আসল নাম ছিল আর্জুমান্দ বানু বেগম। সব থেকে আজব করা ব্যাপার হল এই তাজমহলের পূর্ব পাশে সম্রাট শাজাহানের আর এক স্ত্রীর কবর আছে। শিরহিনডি বেগম নামে পরিচিত এই রানীর সমাধিতে শুধু একটি গম্বুজ আছে।
মমতাজের সমাধিতে শাজাহান তাজমহল বানিয়ে প্রেমের অমর স্মৃতিসৌধ রচনা করেছেন এটাই সর্বজন স্বীকৃত, কিন্তু ইতিহাসের যে ব্যাপারটা আলোচনা হয় না সেটা হল শাজাহান সব সময় পর নারীতে আসক্ত ছিলেন। "Nicocolao Mouncci" (১৬৩৭-১৭১৭) তার ভ্রমন কাহিনীতে লিখেছেন, "It would seems as if the only thing Shajahan cared for was the search for women to serve his pleasure"।
আমাকে যদি জিজ্ঞাস করেন আমি বলব, শেষ জীবনে এসে শাজাহান উপলদ্ধি করে গেছেন সারা জীবন পরনারী আসক্ত থাকলেও মমতাজ কোন দিন এ নিয়ে অভিযোগ না করে ভালোবাসার চুড়ান্ত পর্যায় দেখিয়ে গেছেন। তার প্রতিদান দেবার জন্যই এই সামান্য ইট পাথরের তাজমহল। তাই তাজমহল শাজাহানের ভালোবাসার নিদর্শন না মমতাজের অমর ভালোবাসার সামান্য প্রতিদান তার স্বামী কর্তৃক সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, আমি সেদিকে গেলাম না।