এক ধরণের মাছ আছে- যারা ইঞ্জিনবিহীন বিমান বা গ্লাইডারের মত ধীরে ধীরে হাওয়ায় ভেসে চলতে পারে। এদের উড়ুক্কু মাছ বলা হয়। তবে এরা পাখির মত উড়তে পারে না। কারণ, পাখির মত এদের ডানা নেই।
আসলে
পানির উপর দিয়ে এরা অত্যন্ত দ্রুতগতিতে সাঁতার কাটে-যা প্রায় দৌড়ানোর মত মনে হয়। তারপর
সামনের দুই পাখনা মেলে দেয় এবং বাতাসে ভাসতে শুরু করে। উড্ডয়নকালে গোশতপেশীর
সাহায্যে এরা পাখনা দু’টি দৃঢ়ভাবে খোলা রাখে। কিন্তু যখনই এরা আবার পানির ওপর
নেমে আসে, তখনই পাখনা দু’টি সংকুচিত হয়ে তাদের স্বস্থানে ফিরে যায়।
উড্ডয়নকালে
কখনো কখনো ঢেউয়ের সাথে ধাক্কা খায়। এই সময় এদের ভারি সুন্দর দেখায়। ঢেউয়ের ধাক্কা
এদের অতিরিক্ত শক্তি যোগায়। তার ফলে আরও বেশী দ্রুত উড়তে পারে।
সাধারণত
হাওয়ায় ভেসে এরা বেশ উঁচুতে ওঠে। কখনও কখনও এরা এতটা উঁচুতে ওঠে যে, জাহাজের উঁচু
ডেকে এরা অবতরণ করে। এদের কাউকে কাউকে আবার হাওয়ায় ভেসে 365 মিটার দূরত্ব অতিক্রম
করতেও দেখা গেছে।
উড়ুক্কু
মাছের দৈর্ঘ্য 5 থেকে 45 সেন্টিমিটার পর্যন্ত হয়। পৃথিবীর সব সমুদ্রেই এদের দেখতে
পাওয়া যায়। তবে এরা সংখ্যায় খুবই কম। তাই এদের খুব কমই দেখা যায়।
লিখক:
আকাশ কামরুল।
সম্পাদনায়:
R.Hossain