বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

জোনাকীরা কিভাবে আলো দেয়?



আলো উপাদনকারী অংশটি জোনাকী পোকার তলপেটের নীচের দিকে থাকে। স্নায়ুমন্ডলী দ্বারা এ অংশটি নিয়ন্ত্রিত হয়। এ অংশটিতে দু’টি রাসায়নিক পদার্থ থাকে।
তার একটির নাম লুসিফেরিন, আর অপরটির নাম লুসিফেরাস।
বাতাসের অক্সিজেনের সাথে লুসিফেরিন মিলিত হয়ে আলো উপাদন করে। লুসিফেরাস অনুঘটকের মত লুসিফেরিন ও অক্সিজেনের এই মিলনে সাহায্য করে। এদের থেকে বিচ্ছুরিত আলোর কোন তাপ থাকে না।

সম্পাদনায়- R. Hossain
লিখক- নাজনীন খন্দকার লুনা।